ঝালকাঠিতে নীতিমালা না মেনে পরীক্ষা সংক্রান্ত কমিটি গঠন ঝালকাঠিতে নীতিমালা না মেনে পরীক্ষা সংক্রান্ত কমিটি গঠন - ajkerparibartan.com
ঝালকাঠিতে নীতিমালা না মেনে পরীক্ষা সংক্রান্ত কমিটি গঠন

3:17 pm , April 6, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥  ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় কেন্দ্রে নীতিমালা না মেনে কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। সহকারী কেন্দ্র সচিবের কোন পদ না থাকা সত্ত্বেও সহকারী কেন্দ্র সচিব হিসাবে একজনকে নিয়োগ দেয়া হয়েছে। বিধিবহির্ভূত সহকারী কেন্দ্র সচিব নিয়োগ দেয়ায় সেই প্রতিষ্ঠান ও নিয়োগকৃত ব্যক্তি অতিরিক্ত সুবিধা পাবেন বলে অভিযোগ রয়েছে।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত  নীতিমালায় উল্লেখ আছে ‘ভেন্যু কেন্দ্রের জন্য ১জন সহকারী কেন্দ্র সচিব নিয়োগ করা যাবে। কিন্তু ওই বিদ্যালয় দুটিতে কোন ভেন্যু কেন্দ্র নেই। তারপরও সহকারী কেন্দ্র সচিব বিধি বহির্ভূত নিয়োগদান করেছে ওই দুটি প্রতিষ্ঠান ।
এ বিষয়ে সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, পূর্ব থেকে ১জন সহকারী কেন্দ্র সচিব নিয়োগ দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও সহকারী কেন্দ্রসচিব নিয়োগ দেয়া হয়েছে। যা পরীক্ষা কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক মহোদয়ের সাথে মিটিং করে অনুমোদন করা হয়েছে।
ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, মূল কেন্দ্রে সহকারী কেন্দ্রসচিব পদ না থাকলেও পূর্বের প্রথানুযায়ী এবছরও ১জনকে নিয়োগ দেয়া হয়েছে যা পরীক্ষা কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক মহোদয় অনুমোদন করেছেন।
ঝালকাঠির জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, নীতিমালার বাইরে গিয়ে কোন কিছু করার সুযোগ নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT