2:57 pm , April 5, 2025

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চ ঘাট টার্মিনাল সংলগ্ন মাসকাটা নদীতে বৃহস্পতিবার দুপুরে একটি ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে সংবাদ দিলে নৌপুলিশের একটি টীম ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি সনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত ব্যাক্তির নাম আব্দুর রশিদ সিকদার (৬৫)। তিনি মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কালিকাপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা। তিনি গত ২৯শে মার্চ শনিবার থেকে নিখোঁজ ছিলেন বলে তার ছেলে সিরাজ সিকদার জানান। তিনি আরও জানান, তার বাবা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময়ই বাড়িতে ফিরে আসতেন না, আবার অনেক সময় নিজেই বাড়িতে আসতেন। তবে এবারে তার বাবা জীবিত ফিরে না এসে লাশ হয়ে ফিরে আসছেন বলে জানান তিনি। এ বিষয়ে নৌপুলিশের এসআই নাসির উদ্দিন জানান, ভাসমান মৃত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।