ঈদকে সামনে রেখে হঠাৎ বেড়েছে দাম চরম বিশৃঙ্খলা গরুর মাংসের বাজারে  ঈদকে সামনে রেখে হঠাৎ বেড়েছে দাম চরম বিশৃঙ্খলা গরুর মাংসের বাজারে  - ajkerparibartan.com
ঈদকে সামনে রেখে হঠাৎ বেড়েছে দাম চরম বিশৃঙ্খলা গরুর মাংসের বাজারে 

2:38 pm , March 29, 2025

বিশেষ প্রতিবেদক ॥ গরুর মাংস কোথাও ৬৮০ কোথাও ৭০০ আবার কোথাও মানভেদে ৭৫০ ও ৮০০ টাকা। হঠাৎ করেই বেড়েছে আলু ও পিঁয়াজসহ  সবজির দাম। মুরগির মাংসেও কেজিপ্রতি ১০-২০ টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। তাদের যুক্তি পাইকারী ব্যবসায়ীরা দাম বেশি নিচ্ছে।  আবার এ নিয়ে ভোক্তা অধিকার নিরব। কর্মকর্তারা বলছেন, তালিকা ঝুলিয়ে রাখা থাকলে তাদের আর কিছু করার নেই।
সরেজমিনে এ বাজারের এই বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে ২৬ থেকে ২৮ মার্চ শুক্রবার বরিশালের কয়েকটি বাজার ঘুরে। পাইকারী ও খুচরা বাজারের মধ্যে সবচেয়ে বড় ও সব শ্রেণি পেশার মানুষের সমাগম বরিশালের পোর্ট রোড বাজারে। এই বাজারে ৭৫০ টাকার নীচে গরুর মাংস নেই। এখানেই পাইকারী ও খুচরা বিক্রেতারা আলু ২৫ টাকা এবং পিঁয়াজ বিক্রি করছেন ৪০ টাকা দরে। দুদিন আগেও যা ছিল ১৮-২০ ও ২৫-৩০ টাকা দরে। অন্যদিকে ২০ টাকার শশা লাফিয়ে ১০০ টাকা, ৪০ টাকার বেগুন এখন ৮০-১০০ টাকা, পটল, ঢেঁড়স ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পোলাউয়ের চাল ৮৫ টাকা থেকে ১২৫ টাকা হয়েছে।
আবার পোর্ট রোড বাজার পেরিয়ে বাংলা বাজার, নতুন বাজার ও চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন বাজারে দেখা গেল গরুর মাংস ৭৫০ টাকা থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সবাই দামের তালিকা ঝুলিয়ে দিয়েছেন। তাই ভোক্তা অধিকারের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, গরুর মাংস নিয়ে সরকারি কোনো নির্দেশনা নেই। আমরা শুধু দেখি বিক্রেতা মূল্য তালিকা ঝুলিয়ে রেখেছে কিনা। সবজির ক্ষেত্রে এই মুহূর্তে ক্রেতাদের সচেতন হওয়া ছাড়া ভোক্তা অধিকারের কিছুই করনীয় নেই।
এদিকে সাধারণ ক্রেতাদের দাবী, তালিকা ঝুলিয়ে নিজেদের খেয়ালখুশি মতো দর লিখে দিলে যদি হয়ে যায়, তাহলে আর ভোক্তা অধিকারের দরকার কি?
সরকারিভাবে বাজার মনিটরিং টিম তাহলে কি কাজ করবে?

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT