4:50 pm , March 28, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে পুর্ব শত্রুতার জের ধরে ডাকাতি করার উদ্দেশ্যে টিনের বেড়া ভেঙে গৃহে প্রবেশ করে অন্তসত্ত্বা গৃহবধূকে মারধর ও ঘরের মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।নগরীর জেলে বাড়ির পুল এলাকায় গত ২৬ শে মার্চ এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী সুত্র জানায়, দীর্ঘদিন ধরে নাইম হোসেন তার জমিতে ঘর তুলতে গেলে তাতে বাধা দিয়ে আসছিল পাশ্ববর্তী সুলতান খানের ছেলে বাবু ওরফে ডাক্তার বাবু।তারা প্রায়ই বাদানুবাদ সহ সংঘাতে জড়ানোর চেষ্টা করতো।এরপর ঘটনার দিন রাতে বাবু,মেবুল, লুতফননেছা সহ আরও ৫/৬ জন ব্যক্তি নাইম হোসেনের বাড়ির টিনের বেড়া ভেঙে গৃহে প্রবেশ করে নাইমের অন্তসত্ত্বা স্ত্রী রাখি আক্তার কে মারধর করে।
একপর্যায়ে ঐ সন্ত্রাসীরা রাখি আক্তারের স্বর্নের কানের দুল,ও ঘরে থাকা প্রায় ১০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে। জানা গেছে, বাবু পতিত শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহর ঘনিষ্ঠ সহচর অসীম দেওয়ানের অনুসারী ছিল। অসীম পালিয়ে গেলেও বাবু এখনো দাপট দেখিয়ে যাচ্ছে।তাকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।