বরিশালে ঈদের জামাত কখন কোথায় বরিশালে ঈদের জামাত কখন কোথায় - ajkerparibartan.com
বরিশালে ঈদের জামাত কখন কোথায়

4:47 pm , March 28, 2025

জিয়াউদ্দিন বাবু ॥ বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দীন ঈদগাঁহ মাঠে এবার ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জামে কশাই মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে  সকাল ১০ টায়। চকবাজার জামে মসজিদে  ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত সকাল দশটায়। জামে বায়তুল মোকাররম মসজিদে  সকাল সাড়ে ৮টায় প্রথম এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আদালত পাড়া জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসলিম গোরস্থান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বালুর মাঠ জামে মসজিদে সাড়ে ৮টায়, অক্সফোর্ড মিশন রোড বাইতুন নূর ইদ্রিসিয়া জামে মসজিদে সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হবে। আদালত পাড়া জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। টিএন্ডটি মসজিদে সকাল ৮টায়, পোর্টরোড কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত হবে।
বরিশালের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই এবং নেছারাবাদ দরবার শরীফে। নেছারাবাদ দরবার শরীফে সকাল সাড়ে আটটায়, চরমোনাই ঈদগা মাঠে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT