5:17 pm , March 27, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত বুধবার মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবিরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, মহানগরী মজলিসে শুরা সদস্য ও কোতোয়ালী উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন, ব্যাংকার্স থানা সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।