নগরীতে সাংবাদিককে মারধর করে মোটরসাইকেলে আগুন নগরীতে সাংবাদিককে মারধর করে মোটরসাইকেলে আগুন - ajkerparibartan.com
নগরীতে সাংবাদিককে মারধর করে মোটরসাইকেলে আগুন

5:13 pm , March 27, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ সংবাদ সংগ্রহ করতে গিয়ে আদালত চত্ত্বরে হামলার শিকার হয়েছেন ২জন সংবাদকর্মী। এসময় তাদের মোটরসাইকেল আগুন দেয়। বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক নুরুল আমিন রাসেল বলেন, মুলাদির একটি মামলায় আওয়ামী লীগ নেতা আব্বাসের জামিন শুনানি ছিল গতকাল। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায় মনির এবং এন আমিন রাসেল সহ কয়েক সাংবাদিক। ছবি তুলতে গেলে সে চড়াও হয় সোহেল রাঢ়ীসহ তার অনুসারীরা। এক পর্যায়ে ক্যামেরা ভাঙচুর শেষে মারধর এবং মোটরসাইকেল পুড়িয়ে দেয় সাংবাদিক এন আমিন রাসেলের। ঘটনার পরপরই অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচারের দাবিতে সড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা অভিযুক্তকে গ্রেফতার করে শাস্তির আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় সাংবাদিকরা। এ বিষয়ে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অভিযুক্ত সোহেল রাঢ়ী বলেন, সাংবাদিক এন আমিন রাসেল আওয়ামী লীগ নেতা আব্বাসের লোক। আমি তাকে মারধর করিনি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT