5:12 pm , March 27, 2025

বিশেষ প্রতিবেদক ॥ বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, মজিবর রহমান সরোয়ার, নুরুল আলম ফরিদ, সুফিয়া বানু সহ ৬৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে বরিশালের জেলা প্রশাসন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এ উপলক্ষে বুধবার দুপুর ২টা থেকেই শিল্পকলা একাডেমি মিলনায়তনে জড়ো হতে শুরু করেন বরিশালের ১০ উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা এবং তাদের স্বজনরা।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা স্মারকের প্রথমেই ঘোষণা করা হয় বানারীপাড়ার শহীদ মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান এর নাম। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাব্বির হোসেন সোহাগ বলেন, সত্যিকারের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শত সহ¯্র সালাম। তাদের মধ্যে আমরা কোনো দলীয়করণ দ্বন্দ্ব দেখতে চাইনা। আবার এই ৬৫ জনের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা কেউ থাকলে তাও ধরিয়ে দেওয়া মুক্তিযোদ্ধাদেরই নৈতিক দায়িত্ব। সংবর্ধিত ৬৫ জন মুক্তিযোদ্ধার মধ্যে অনেকেই জীবিত নেই। তাদের পক্ষে স্বজনরা এসে ক্রেস্ট গ্রহণ করেন।
সম্মুখ সমরে শহীদ বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান এর পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তার ভাগ্নে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ এবং সুফিয়া বানুর পক্ষে তার নাতি ক্রেস্ট গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (বীর বিক্রম), মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ। দর্শক সারিতে শতাধীক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এবং পুলিশ সুপার শরিফ উদ্দিন।
প্রধান অতিথি রায়হান কাওছার বলেন, হাতেগোনা যে কয়জন মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছেন তাদেরকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই বিপ্লবের চেতনা এক ও অভিন্ন। এই চেতনা ধরে রাখতে আমাদের একতার বিকল্প নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রীয় সব উৎসব সকলের।
তিনি জীবিত মুক্তিযোদ্ধাদের কাছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা সঠিকভাবে তুলে ধরতে সহযোগিতা কামনা করেন। একইসাথে জুলাই বিপ্লবের সৈনিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।