সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এর ঈদ উপহার পেলো ১৭৬ দুস্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এর ঈদ উপহার পেলো ১৭৬ দুস্থ - ajkerparibartan.com
সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এর ঈদ উপহার পেলো ১৭৬ দুস্থ

5:09 pm , March 27, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল বৃহস্পতিবার সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরিশাল এর উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ছিলো পোলাউ এর চাল, সেমাই, দুধ, চিনি, তেল, লবণ ও পেঁয়াজ। এসব উপহার সামগ্রী পেয়ে ১৭৬ জন মানুষের চোখেমুখে কিছুটা স্বস্তি ফুটে ওঠে।
সংগঠনের সহ-সভাপতি সুলতান মাহমুদ বাবুলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যতম সদস্য শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আব্বাস উদ্দীন খান এবং রেজাউল ইসলাম খান। উপস্থিত ছিলেন মাইকেল রানা মালাকার, আক্তারুজ্জামান গাজী হিরু, রেজাউল করিম বুলবুল, গাজী কামরুল হোসেন নিলু, এমএ শেলী, নাসিরউদ্দিন তালুকদার, প্রফেসর মো. মোতালেব হাওলাদার, মোস্তাফিজুর রহমান, এনামুল কবির, তাজ মোহাম্মদ, লুৎফুল করিম তরু প্রমুখ।
কাজী মিজান বলেন, আমরা অন্যের জমিতে অস্থায়ীভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছি। আমাদের নিজস্ব একটি ঠিকানা দরকার। সরকারি একখ- জমি লিজ পাওয়া গেলে সংগঠনটি সুচারুভাবে পরিচালনা করা সহজ হতো। এ বিষয়ে তিনি পত্রিকার মাধ্যমে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উল্লেখ্য, সমাজসেবা মন্ত্রণালয়ের নিবন্ধিত এই সংগঠনটি গত দুই বছরে বিভিন্ন সামাজিক ও মানবিক দায়িত্ব পালন করে চলেছে। এরমধ্যে উল্লেখযোগ্য ৪০ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ফি প্রদান, ১৪৩ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন, হুইলচেয়ার বিতরণ, বৃদ্ধাশ্রমে ৫০০ কেজি চাল, মসুর ডাল ও সয়াবিন তেল প্রদান, শীতবস্ত্র বিতরণ ইত্যাদি কার্যক্রম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT