4:36 pm , March 25, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা গতকাল সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন। তিনি বলেন, ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিনে এক বিভীষিকাময় অধ্যায় নেমে এসেছিল। ওইদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত ‘অপারেশন সার্চ লাইট’র নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর আধুনিক অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বাঙালির স্বাধীনতার আকাঙ্খা মুছে দিতে এই গণহত্যা শুরু করেছিল। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্যদিয়ে এসেছিল আমাদের এই স্বাধীনতা।
এসময় তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বরিশাল অঞ্চলে আমাদের অনেক মা-বোন পাকিস্তানের বর্বর বাহিনীর নির্যাতনের শিকার হন। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুক্তিবাহিনীকে বরিশাল সদর গার্লস স্কুলে সামরিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল।
তিনি আরও বলেন, বৈষম্য দূর করতে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতা পরবর্তী তা পুরোপুরি বন্ধ হয়নি। সেই বৈষম্য দূর করতেই ছাত্র-জণতার আন্দোলনের মধ্যদিয়ে বাংলাদেশে ২৪’র জুলাই গণঅভ্যুত্থান ঘটে। তাই যেকোন অন্যায়কে রুখে দিতে আমাদের সকলকে সদা সতর্ক থাকতে হবে। আমরা যেন আমাদের ইতিহাস ভুলে না যাই।
জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনকের সভাপতিত্বে আঞ্চলিক তথ্য অফিসের সহাকরী তথ্য অফিসার হাসনাইন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার হালিমা খাতুন, বরিশাল বৈষম্যবিরোধী আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহসিন উদ্দিন বক্তব্য রাখেন।