২৫ বছরের যুবতীকে অপহরণ ৪ জনের নামে মামলা ২৫ বছরের যুবতীকে অপহরণ ৪ জনের নামে মামলা - ajkerparibartan.com
২৫ বছরের যুবতীকে অপহরণ ৪ জনের নামে মামলা

4:34 pm , March 25, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২৫ বছরের যুবতী কে জোরপূর্বক অপহরণ করার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের  বিচারক মামলাটি আমলে নিয়ে এয়ারপোর্ট থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন :: কাউনিয়া থানার শায়েস্তাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাজী মাহবুব ভান্ডার, আলেয়া বেগম, লিলি বেগম ও সিপাত বক্সী। একই ইউনিয়নের বাদি কোহিনুর বেগম  মামলায় উল্লেখ করেন, বাদির কন্যা প্রেমের প্রস্তাবে রাজি না হলে আসামিরা বাদির কন্যাকে ২০২৫ সালের ১৯ মার্চ জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে মঙ্গলবার মামলা হলে বিচার উপরোক্ত নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT