4:32 pm , March 25, 2025

বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাইয়ের এক পা বিচ্ছিন্ন !
তরিকুল ইসলাম ও কবির খান ভান্ডারিয়া থেকে ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় জমিজমা ও বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে আবু সালেহ নামে একজন কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত আবু সালেহ (৩৭) পাতলাখালী গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। আবু সালেহ এর ছোট ভাই আবুল বাশার রুবেলের (২৭) একটি পা কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় রেকসোনা বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আবু সালেহ এর বোন আফসানা মিমি জানান, রাত আড়াইটার দিকে আমার চাচাতো ভাই শহিদুল ইসলাম সুমন, রুম্মান এবং তাদের সাথে থাকা নজরুল ইসলাম বাবুল চৌকিদার, নান্না, লিটন, মিরাজ, সবুজ, মাসুম শরিফ সহ ১০-১৫ জন আবুল বাশার রুবেলের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবশে করে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তার ডাক চিৎকারে বড় ভাই আবু সালেহ, তার স্ত্রী সোনালী আক্তার ঘর থেকে বের হয়ে রুবেলের ঘরের কাছে গেলে আবু সালেহ কে কুপিয়ে একটি ডোবায় ফেলে রাখে।
নিহত আবু সালেহ এর স্ত্রী লাভনী আক্তার বলেন, আমরা ঘরে ঘুমে ছিলাম। রাতে আমার দেবর রুবেলের ডাক চিৎকার শুনে আমার স্বামী আবু সালেহ ও আমি ঘর থেকে বের হই। গিয়ে দেখি সুমন ও আরো লোকজনে রুবেলকে কুপিয়ে ফেলে রেখেছে। আমারা যাওয়ার সাথে সাথে আমার স্বামী আবু সালেহ কে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। আমার পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে। তারা ঘরে থাকা সুপারি বিক্রির ১ লাখ টাকা নিয়ে যায়। আমরা ৯৯৯ ফোন দিলে ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে নেওয়ার পথে আবু সালেহ মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এদের মধ্যে জায়গা জমি নিয়ে মামলা চলছিল।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আনওয়ার বলেন, জায়গা জমি ও বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। আমরা রাতেই তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পথে আবু সালেহ মারা যায়। আমরা রেকসোনা নামে একজনকে আটক করেছি।