3:21 pm , March 24, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে চাঁদাবাজির মামলায় সাক্ষী হওয়ার কারনে ইটভাটার মালিক মেহেদী হাসান রাসেল তালুকদার কে হত্যার হুমকি দিয়েছেন জেলা যুবলীগ নেতা রাকিব তালুকদার। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় মেহেদী হাসান বাদী হয়ে রাকিব তালুকদারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেছেন।
অভিযুক্ত রাকিব তালুকদার শহরের মহিলা কলেজ এলাকার মৃত বাবুল তালুকদারের ছেলে। ভিকটিম ঝালকাঠি জেলা পরিবেশবান্ধব ইটভাটা সমিতির জেলা কমিটির অন্যতম সদস্য।
ব্যবসায়ী মেহেদী হাসান রাসের তালুকদার বলেন, আমি গাজী ব্রিকস নামে একটি ইটের ভাটার অংশিদারী ব্যবসায়ী। এর আগে আমাদের কাছে রাকিব তালুকদার চাঁদা দাবী করে। এছাড়া আমাদের ভাটা থেকে জোর করে চালান স্লিপ ছাড়া ইট নিয়ে গেলে আমাদের পক্ষে গাজী ব্রিকস এর প্রোপাইটর মিজানুর রহমান সিকদার বাদী হয়ে আদালতে মামলা করেন।
এ ব্যাপারে আইনজীবী আল আমিন হাওলাদার বলেন, আদালত দ্রুত বিচার আইনের ওই মামলাটি নলছিটি থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।