মুলাদীতে প্রবাসীর স্ত্রী নিয়ে ছাত্রদল নেতা উধাও! মুলাদীতে প্রবাসীর স্ত্রী নিয়ে ছাত্রদল নেতা উধাও! - ajkerparibartan.com
মুলাদীতে প্রবাসীর স্ত্রী নিয়ে ছাত্রদল নেতা উধাও!

3:15 pm , March 24, 2025

মুলাদী প্রতিবেদক ॥ বরিশালের মুলাদীতে প্রবাসীর স্ত্রী নিয়ে পালিয়েছেন নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম সিকদার। গত রোববার সন্ধ্যায় তিনি ৩ সন্তানের জননীকে নিয়ে পালিয়ে যান। ইব্রাহীম সিকদার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের রেজাউল সিকদারের ছেলে। এঘটনায় সোমবার সকালে ওই প্রবাসীর মেয়ে বাদী হয়ে ইব্রাহীম সিকদারসহ ৪জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন।
প্রবাসীর মেয়ে মামলায় উল্লেখ করেন, ছাত্রদল নেতা ইব্রাহীম ৫আগস্টের পরে এলাকায় ফেরেন। এরপর থেকে বিভিন্ন সময়ে তার মাকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ছাত্রদল নেতার পরিবার ও স্থানীয়দের অবহিত করে তাকে সতর্ক করা হয়। এতে ছাত্রদল নেতার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। গত রোববার সন্ধ্যায় ইব্রাহীম সিকদার প্রবাসীর বাড়িতে যান এবং ওই নারীকে নিয়ে পালিয়ে যায়।
প্রবাসীর মেয়ে বলেন, ‘প্রায় ১৯ বছর আগে আমার বাবার সঙ্গে মায়ের বিয়ে হয়। আমার বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় টাকা পয়সা ও স্বর্ণালংকার সবকিছু মায়ের কাছেই গচ্ছিত ছিলো। রোববার ছাত্রদল নেতা ইব্রাহীম আমাদের ঘর থেকে মায়ের সঙ্গে সাড়ে ৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারও নিয়ে গেছে এঘটনায় ইব্রাহীম সিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দীন ঢালী বলেন, ইব্রাহীম সিকদার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, প্রবাসীর মেয়ে ছাত্রদল নেতাসহ ৪জনের নামে মামলা করে করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT