পঁচা খাবার বিক্রির দায়ে থ্রি-এস পেস্ট্রিশপ কে অর্থদন্ড পঁচা খাবার বিক্রির দায়ে থ্রি-এস পেস্ট্রিশপ কে অর্থদন্ড - ajkerparibartan.com
পঁচা খাবার বিক্রির দায়ে থ্রি-এস পেস্ট্রিশপ কে অর্থদন্ড

3:07 pm , March 24, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ পচাঁ খাবার বিক্রির দায়ে বরিশালের থ্রি-এস পেস্ট্রিশপ কর্তৃপক্ষকে ১৬ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সোমবার দুপুরে নগরীর নতুন বাজার এলাকার ওই দোকানে অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বলেন, গত সপ্তাহে কলেজ এভিনিউ এর বাসিন্দা এসএন পলাশ থ্রি-এস পেস্ট্রিশপের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয় ‘থ্রি-এস পেস্ট্রিশপ থেকে বার্গার কিনে প্রতারিত হয়েছেন। বার্গারটি ৭/৮ দিনের বাসি-পচাঁ ছিলো। ওই অভিযোগের ভিত্তিতে ২৪ মার্চ সোমবার দুপুরে নগরীর নতুন বাজার থ্রি-এস পেস্ট্রি শপে অভিযান চালানো হয়। সে সময় গিয়েও মেয়াদ উত্তীর্ণ শস উদ্ধার করা হয়। এছাড়া লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় আর্থিক জরিমানা করা হয়।
ভুক্তভোগী এস এন পলাশ বলেন, গত সপ্তাহে থ্রি-এস পেস্ট্রিশপ থেকে বার্গার কিনে বাসায় নিয়ে দেখতে পাই পচাঁ গন্ধ আসছে। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল অফিসকে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে আমার অভিযোগের সত্যতা পায়।
উল্লেখ্য, নগরীর বিভিন্ন স্থানে থ্রিএস এর বেশ কয়েকটি শো-রুম রয়েছে। যেগুলোতে তদারকি না থাকায় বাসি পচাঁ খাবার বিক্রির অভিযোগ রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT