মনপুরায় ভিজিএফ এর চাল নিয়ে জামায়াত-বিএনপি ও ইসলামী আন্দোলনের ত্রি-মুখী সংঘর্ষ মনপুরায় ভিজিএফ এর চাল নিয়ে জামায়াত-বিএনপি ও ইসলামী আন্দোলনের ত্রি-মুখী সংঘর্ষ - ajkerparibartan.com
মনপুরায় ভিজিএফ এর চাল নিয়ে জামায়াত-বিএনপি ও ইসলামী আন্দোলনের ত্রি-মুখী সংঘর্ষ

4:56 pm , March 23, 2025

ভোলা প্রতিবেদক ॥ ভোলার মনপুরায় ভিজিএফ চালের কার্ড না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষ হয়েছে। এঘটনায় অন্তত উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ভিজিএফ কার্ড না পাওয়ায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের লোকজন এ সংঘর্ষে লিপ্ত হয়।
আহতরা হলেন:  জামায়াতে ইসলামীর নোমান, মহিউদ্দিন, মহিন, রাশেদ, আব্বাস,  কাওছার, বিএনপির মামুল, এরশাদ, আব্বাস, সহিজল ও মিল্লাত।
জামায়াতে ইসলামী উত্তর সাকুচিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সুফিয়ান বলেন, গত শনিবার থেকে জেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। ঈদ উপলক্ষে রোববারও চাল বিতরণ করে কিন্তু আমাদের কাউকে ডাকেনি। তাই আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্রশাসকের কাছে আসলে বিএনপির নোমান, মোশাররফ, শামসু ও ফিরোজ বাধা দিলে মারামারি হয়।
মনপুরা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোশাররফ বলেন, ‘আমরা ঘটনা শুনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এ সময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে দেই এবং চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে তা জানি না।  কিছুক্ষণ চাল দেওয়া বন্ধ রেখে আবার চাল দেওয়ার কার্যক্রম শুরু করা হয়।
মনপুরা থানার এসআই জুয়েল বলেন, পুলিশ এবং যৌথবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির রোববার দুপুরে বলেন, মনপুরায় ভিজিএফ চাল বিতরণ চলছিল। এ সময় ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা এক হয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে বাগবিতন্ডায় লিপ্ত হয়। এতে হাতাহাতির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT