4:18 pm , March 23, 2025

চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণে ঈদের কেনাকাটা করতে এসে ধর্ষণের শিকার হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী। শনিবার সন্ধ্যায় শশীভূষণ মাছ বাজারের ব্যবসায়ী সুমনের দোকানের পিছনের শয়নকক্ষে এ ঘটনা ঘটে। কিশোরীর ডাক চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও যুবকরা ছুটে এসে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে গতকাল রোববার দুপুরে কিশোরী বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম, দোকান মালিক সুমন ও রফিকুলের সহযোগী স্বাধীনসহ তিনজনকে আসামী করে শশীভূষণ থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজী মোতালেব মিয়ার ছেলে। অপর দু’জনের মধ্যে সুমন ওই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে এবং স্বাধীন একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
মামলা সূত্রে জানাগেছে, ওই কিশোরী শনিবার বিকালে ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে আসেন। এসময় তার ব্যবহৃত মুঠোফোনে চার্জ চলে গেলে কিশোরী ব্যবসায়ী সুমনের দোকানে চার্জ দিতে যায়। এসময় ব্যবসায়ী সুমন ওই কিশোরীকে তার দোকানের পিছনের শয়নকক্ষে নিয়ে ফোনচার্জ দিতে বলেন। কিশোরী ওইখানে বসেই তার ফোন চার্জ দিচ্ছিলেন। এর কিছুক্ষণ পরেই রফিকুল ইসলাম ও স্বাধীন নামে দুই যুবক দোকানের পিছনে যান। রফিকুল ইসলাম তার সঙ্গী স্বাধীনকে পাহারায় রেখে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরীর ডাক চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও যুবকরা ছুটে গিয়ে কিশোরীকে উদ্ধার করেন । দোকান মালিক সুমন ও স্বাধীন পালিয়ে যান।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এঘটনায় ভিক্টিম বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত রফিকুল ইসলাম কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। এবং ভিক্টিম কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।