লিঙ্গ ভিত্তিক সহিংসতা বাড়লে এইচআইভি’র ঝুঁকিও বাড়বে : শেবাচিম পরিচালক লিঙ্গ ভিত্তিক সহিংসতা বাড়লে এইচআইভি’র ঝুঁকিও বাড়বে : শেবাচিম পরিচালক - ajkerparibartan.com
লিঙ্গ ভিত্তিক সহিংসতা বাড়লে এইচআইভি’র ঝুঁকিও বাড়বে : শেবাচিম পরিচালক

4:14 pm , March 23, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেছেন, ‘লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। কারণ লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়লে, এইচআইভি/এইডস ছড়ানোর ঝুঁকি বেড়ে যাবে’। গতকাল রোববার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন সেমিনারে লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জোরপূর্বক যৌন সম্পর্ক, অন্যায়ভাবে বিকৃত যৌনাচারণ, বলপূর্বক দলীয় যৌন সম্পর্কের কারণে ছড়াতে পারে যৌনরোগ। পরবর্তীতে বেড়ে যায় এইচআইভি/এইডসের সম্ভাবনা। তাই সকলকে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস ও এসপিডি কন্ট্রোল প্রোগ্রাম এর উদ্যোগে আয়োজিত ২ দিনব্যাপী কর্মশালার উদদ্বোধন হয় গতকাল রোববার। জাতীয় এইডস ও এসপিডি কন্ট্রোল প্রোগ্রাম এর ডেপুটি প্রোগাম ম্যানেজার ফাইজা মুকাররামা এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক এস এম মনিরুজ্জামান, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এ জেট এম ইমরুল কায়েস, বরিশাল জেলা সিভিল সার্জন এস এম মনজুর ই এলাহি ও শেবাচিম হাসপাতাল শাখার ম্যানেজার নওমি আফরিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT