টাকার অভাবে অপারেশন হয়না: অসহ্য যন্ত্রণায় নিজের মৃত্যু কামনা করছেন দুলু বেগম টাকার অভাবে অপারেশন হয়না: অসহ্য যন্ত্রণায় নিজের মৃত্যু কামনা করছেন দুলু বেগম - ajkerparibartan.com
টাকার অভাবে অপারেশন হয়না: অসহ্য যন্ত্রণায় নিজের মৃত্যু কামনা করছেন দুলু বেগম

4:08 pm , March 23, 2025

বিশেষ প্রতিবেদক ॥ স্বামী সন্তান কেই নেই দুলু বেগমের। নগরীর ১৫ নং ওয়ার্ডের মনসুর কোয়ার্টার এলাকায় একটি বাড়িতে জুটেছে তার আশ্রয়। মানুষের বাড়িতে ফাইফরমাশ খেটে, কিংবা ভিক্ষা করেই জীবিকা তার। এরইমধ্যে থাইরয়েড  অনিয়ন্ত্রিত হওয়ায় দুবার ভর্তি হতে হয়েছে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের অনেকের বাড়িতে কাজ করার সুবাধে তাদের সহযোগিতাও পেয়েছেন বেশ কয়েকবার। শেবাচিমে একবার তার গলায় অস্ত্রোপচার করা হয়েছে। এরপর কিছুদিন ভালো ছিলেন দুলু বেগম (৫৫)। তারপর হঠাৎ গত দু-তিন মাস ধরে আবারও ব্যাথা ও যন্ত্রণা। ইসলামি ব্যাংক হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ আফজাল করিম বিনামূল্যে তার চিকিৎসা সেবা দিলেও পুনরায় অপারেশন জরুরী হয় পড়েছে দুলু বেগমের। আর এজন্য প্রয়োজন অনেক টাকা। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই অপারেশন সুবিধা নেই বলে জানালেন দুলু বেগম। তাছাড়া এর আগে গলায় অপারেশন করার পর থেকেই তার সমস্যা আরো বেড়েছে বলে জানান তিনি।
এখন নতুন করে আবারও গলায় অপারেশন, পরীক্ষা নিরীক্ষা ছাড়াও বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন দুলু বেগমের।
দুলু বলেন, বাবারে রোগের যন্ত্রণায় কাজ করতে পারি না এখন। ঠিকমতো খাবার জোটেনা, ওষুধ, অপারেশন এগুলো কীভাবে করামু। আল্লাহ আমারে তুইলাও নেয়না। স্বামী  রুস্তম আলী মারা গেছেন ১০ বছর আগে। পোলা-মাইয়াও নাই। কে দেখবো, কে কি করবো?

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT