সাধারণ ক্রেতার নাগালের বাইরে ইলিশ সাধারণ ক্রেতার নাগালের বাইরে ইলিশ - ajkerparibartan.com
সাধারণ ক্রেতার নাগালের বাইরে ইলিশ

3:55 pm , March 21, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ইলিশ মাছের অন্যতম আধার বরিশাল। সেই বরিশালেই ইলিশ মাছের দামে আগুন লেগেই আছে। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকছে এ মাছটি। রমজানের শুরু থেকে সংকটের কারণে বাজারে তেমন দেখা মেলেনি। বর্তমানে পূর্ণিমার কারণে নদীতে কিছু মাছ পাওয়া যায়। তবে জাটকা রক্ষায় শিকার নিষিদ্ধ হওয়ায় সংকট কাটছে না। বাজারে যা উঠে দাম চড়া। বাজারে মাছ কিনতে আসা নগরীর বাসিন্দা মো. সবুজ জানালেন, তিনটি মাছে এক কেজি ওজন হবে। সেই মাছের দাম চায় সাড়ে সাত শ টাকা। অথচ এর আগে এই মাছ সর্বোচ্চ ৫০০ টাকা কেজি দরে কেনা যেত। তাই না কিনেই ফিরে এসেছি। নগরীর ইলিশ মোকাম পোর্ট রোড বাজারের আড়ৎদার জহির সিকদার বলেন, বর্তমানে মেঘনায় মাছ শিকার নিষিদ্ধ। তাই মাছ কম আসে। যাও আসে ছোট সাইজের মাছ বেশি। বর্তমানে ১ কেজি ২০০ গ্রাম ওজন সাইজের প্রতি মণ ১ লাখ টাকা। এ ছাড়া কেজি সাইজ ৮৫ হাজার, এলসি ৭০ হাজার, ভেলকা (৫০০/৬০০ গ্রাম) ৫০ হাজার টাকা, ৩০০ থেকে ৪০০ গ্রাম সাইজ ৩২ হাজার টাকা দরে মণ বিক্রি হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT