3:55 pm , March 21, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বাজার মনিটরিং এর অংশ হিসেবে নগরীর সদর রোডের ঘরোয়া রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় রেস্টুরেন্টে অপরিষ্কার অস্বাস্থ্যকর পরিবেশে খোলা ভাবে ইফতার সামগ্রী তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে নগরীর বিভিন্ন বিপনী বিতান ও শপিংমলকে অতিরিক্ত মুনাফায় পণ্য বিক্রয় করার অপরাধে সতর্ক করা হয়। শুক্রবার বিকালে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জাকির হোসেন। আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।