3:52 pm , March 21, 2025

ভোলা প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইশরাক হোসেন বলেছেন, ফ্যাসিস্ট পুলিশ হেলিকপ্টার থেকে গুলি করে ৮ বছরের শিশু ও গর্ভবর্তী নারীদের গুলি করে হত্যা করেছে। গাজীপুরে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। তাই আওয়ামী লীগের আর কোন দিন রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আমরা এটা কোন দিনও হতে দেব না। গতকাল শুক্রবার ভোলা সদর উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হয় তা হলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে।
উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, হারুন অর রশিদ ট্রুমেন, খন্দকার আলামিন প্রমুখ।