4:39 pm , March 20, 2025

বিশেষ প্রতিবেদক ॥ সরকারি শিশু পরিবারের (শিশু পল্লী) ২৯ জন শিশু ও কিশোর- কিশোরী আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নতুন পোষাক হাতে পেয়ে দারুণ খুশী।
গত ২০ মার্চ বৃহস্পতিবার বরিশালের সমাজসেবা কার্যালয়ে সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা আইসিডিএ এই ঈদ উপহার বিতরণ করে। জানা যায়, আইসিডিএ’র প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়িদের সহায়তায় গঠিত আইসিডিএ দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলের আওতায় প্রতিবছর এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবছরেও পবিত্র ঈদ উল ফিতরের আগেই বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনে থাকা সরকারি শিশু পরিবারের ২৯ জন অসহায় শিশু, কিশোর ও কিশোরীদের জন্য ঈদের নতুন পোষাক উপহার দিয়েছে সংস্থাটি। এজন্য আনুষ্ঠানিকতার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর ও আইসিডিএ কর্তৃপক্ষ। সরকারি শিশু পরিবার বরিশাল এর উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক একেএম আক্তারুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল এনজিও ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বিএনডিএন’র সভাপতি ও আইসিডিএ’র প্রতিষ্ঠাতা আনোয়ার জাহিদ, আইসিডিএ’র উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক নির্বাহী পরিচালক সালমা খান, সংস্থার কার্যকরী পরিষদের সহ-সভাপতি অধ্যাপক টুনু রাণী কর্মকার, সাধারণ পরিষদের সদস্য কাজী মিজানুর রহমান ফিরোজ, আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, পরিচালক আর্থিক সেবা কার্যক্রম লক্ষ্মণর্ কর্তা ইউসুফ আলী চন্দ্র মুন্সি, প্রধান এমআইএস কম হাওলাদার, প্রধান নিরীক্ষা কর্মকর্তা আবু আলী রেজা, হিসাবরক্ষণ কর্মকর্তা ইসরাত জাহান।