3:09 pm , March 20, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগ। সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ৯৫ ভাগ পরিচালনা করেন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।
বছরের পর বছর পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং দ্রুত অবসর ও কল্যান ভাতা প্রদানের দাবিতে আন্দোলন-সংগ্রাম করলেও দাবি পূরণ হয়নি। হয়েছেন বৈষম্যের শিকার।
বর্তমানে মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা এবং ১০০০ টাকা বাড়ি ভাড়া দেয়া হচ্ছে। এই দ্রব্যমূল্যের বাজারে সামান্য অর্থে একটি শিক্ষক পরিবারের ঈদ উৎসব আয়োজন করা সম্পূর্ন অসম্ভব। অন্যদিকে মাত্র একসাথে হাজার টাকা বাড়ি ভাড়া প্রদান করে দেশের ৫ লক্ষাধিক বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শুধু অবহেলাই করা হচ্ছে না বরং তাদের এই সামান্য অর্থদিয়ে সম্মানহানি করা হচ্ছে।
শিক্ষক-কর্মচারী অবসর গ্রহণের ৫-৭ বছরের মধ্যেও অবসর ভাতা ও কল্যান ভাতা পায় না। ফলে তাঁদের অবসর জীবন দুর্বিসহ হয়ে পড়ে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা শিক্ষা জাতীয়করণ, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত অবসর ভাতা ও কল্যান ভাতা প্রদান, ঈদের পূর্বেই শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া প্রদানের দাবি জানান। অন্যথায় ঈদের আগেই কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষক নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, রেজাউল করিম, অধ্যক্ষ আ খ ম মিজানুর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন।