3:09 pm , March 20, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল বৃহস্পতিবার বিকালে বরিশাল ওলামা মাশায়েখ এবং বরিশাল মহানগর মসজিদ মিশন এর আয়োজনে টাউনহলে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বরিশাল অঞ্চলের পরিচালক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। প্রধান আলোচক ছিলেন এ কিউ এম আবদুল্লাহ হাকীম মাদানী। আরো বক্তব্য রাখেন জামে কশাই মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কাজী আব্দুল মান্নান, লেচু শাহ মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোখলেছুর রহমান, অধ্যক্ষ আব্দুর রব, একেএম, ফখরুদ্দিন খান, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল গফফার, মসজিদ মিশন বরিশাল এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসাইন, কৃষিবিদ নুরুল ইসলাম। দোয়া-মোনাজাত পরিচালনা করেন কোর্ট কম্পাউন্ড জামে মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসাইন।