5:03 pm , March 19, 2025

বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির সাবেক সহ সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জির (৮০) আজ বৃহস্পতিবার পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ২০ মার্চ রাতে বিশ্বপতি চ্যাটার্জি নগরীর উত্তর মল্লিক রোডস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি পরলোকগমন করেন। পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যেগে বরিশাল মহাশ্মসানে বিশ্বপতি চ্যাটার্জির সমাধিতে শ্রদ্ধানিবেদন ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য বিশ্বপতি চাট্যার্জি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির বাবা।