4:57 pm , March 19, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় দৈনিক কালের কন্ঠের বরিশালের ব্যুরো চীফ এবং বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ নাজির আহমেদ এর তত্ত্বাবধানে আছেন। বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকার জানান, গত মঙ্গলবার রফিকুল ইসলাম অসুস্থ বোধ করলে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।