4:01 pm , March 18, 2025

নলছিটি প্রতিবেদক ॥ নলছিটি পৌরসভার গৌড়িপাশা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চের ধাক্কায় জেলে নৌকা ডুবে ৯ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ ৯ বছরের শিশু রায়হান মল্লিক গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়টার দিকে মাছ ধরা নৌকায় প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামে এক জেলের সাথে মাছ ধরা দেখতে গিয়েছিলো শিশু রায়হান মল্লিক।
জাল ফেলার পরে নদীতে অপেক্ষমান থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি। নিখোঁজ শিশুর সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল।