3:58 pm , March 18, 2025

উজিরপুর প্রতিবেদক ॥ মাহেদ্র গাড়ীর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রবাসী যুবক জহিরুল ইসলাম স্বপন (২৮) নিহত হয়েছেন। নামক এক প্রবাসীর মর্মান্তিক মূত্যু ঘটেছে। এ ঘটনায় জসিম রাঢ়ী নামে আরো একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টায় উজিরপুরের পরমান্দশাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম স্বপন উজিরপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোবারক ব্যাপারীর ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানান, বামরাইলের বাসিন্দা জসিম রাঢ়ীকে নিয়ে জহিরুল ডাবেরকুল যাচ্ছিলেন। পথিমধ্যে সাতলা -উজিরপুর আঞ্চলিক সড়কের পরমানন্দশাহ শহীদ ফকিরের ইটভাটা এলাকায় তার চলন্ত মোটরবাইক নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা চলন্ত মাহেন্দ্র আলফা গাড়ীর নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই প্রবাসী জহিরুল ইসলাম স্বপনের মৃত্যু হয়। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।