3:56 pm , March 18, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ সোমবার দিবাগত রাতে বরিশাল মহানগরের সদর রোড এলাকায় রিকশাচালক,নাইটগার্ড, ও পথচারীদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এর পক্ষে সাহরী বিতরণ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন এর মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান।
সাহরী বিতরণের সময় গাজী মুহাম্মাদ রেদোয়ান বলেন, দেশে এখনও সকল নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়নি,যা খুবই লজ্জাজনক। আমরা চাই দেশের সকল নাগরিক তাদের মৌলিক অধিকার নিয়ে আত্মসম্মানের সাথে বেঁচে থাকুক।কিন্তু এখনো মানুষ রাস্তাঘাটে অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছে।
সাহরী বিতরণের সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসান,অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ রহমাতুল্লাহ, আলিয়া মাদরাসা সম্পাদক কামরুজ্জামান মুহাম্মাদ কাওছার সহ অন্যান্য নেতৃবৃন্দ।