সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পেলেন ৩১ লাখ টাকার চেক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পেলেন ৩১ লাখ টাকার চেক - ajkerparibartan.com
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পেলেন ৩১ লাখ টাকার চেক

4:02 pm , March 17, 2025

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৭টি পরিবারের সদস্যদের হাতে মোট ৩১ লাখ টাকার চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। এদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত মায়িশা ফওজিয়া মিমও রয়েছেন। এ ছাড়াও দুর্ঘটনায় নিহত ওমর ফারুক হাওলাদার, সাইদুল ইসলাম, মাহাদী হাসান, চঞ্চল সরকার এবং হারুন বেপারীর পরিবার ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক পেয়েছেন। এছাড়া আহত লোকমান শরীফ পেয়েছেন ১ লাখ টাকা। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এই চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। এতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বিআরটিএ বরিশালের সহকারী পরিচালক খালিদ মাহমুদ, জেলা শিক্ষা অফিসার হারুন অর রশীদ, বিআরটিএ এর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস, সৌরভ কুমার সাহা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT