কাউখালীতে ৫ জুয়াড়ীসহ ১০ জন আটক কাউখালীতে ৫ জুয়াড়ীসহ ১০ জন আটক - ajkerparibartan.com
কাউখালীতে ৫ জুয়াড়ীসহ ১০ জন আটক

3:04 pm , March 16, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে ৫ জুয়াড়ীসহ পুলিশ ১০জনকে আটক করেছে। জানা গেছে, উপজেলার আমরাজুরি ইউনিয়নের মাগুড়া গ্রামে শাহাদাৎ হোসেন বাদশার বাড়িতে শনিবার রাতে রাতে জুয়ার আসর বসে। খবর পেয়ে কাউখালী থানার এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। জুয়ার আসর থেকে মাগুড়া গ্রামের শাহাদাৎ হোসেন বাদশা, একই গ্রামের আব্দুল আউয়াল, মামুন খান, বাচ্চু মিয়া (৫২) এবং আমরাজুরি গ্রামের কালাম মীর  কে আটক করা হয়। এসময় আসরের জুয়ার এক প্যাকেট তাস, নগদ ১ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়।  এছাড়াও উপজেলা বিভিন্নস্থান থেকে পুলিশ অভিযান  চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করে। এরা হলেন-উপজেলার পারসাতুরিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মিজানুর রহমান, দাসেরকাঠী গ্রামের কাদের হাওলাদারের ছেলে মতুর্জা হাওলাদার, সয়না রঘুনাথপুরের মিরন সরদারের ছেলে রিয়াজ সরদার, জব্দকাঠী গ্রামের বিপুল সাধকের ছেলে বিপ্লব সাধক এবং মাগুড়া গ্রামের ওমর আলী। কাউখালী থানার অফিসার ইনচার্জ  সোলায়মান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT