3:03 pm , March 16, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দীগঞ্জ উপজেলার লতা, আন্ধারমানিক, বিদ্যানন্দপুর ও ভাষাণচর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল কাজিরহাট থানার উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল-৪ আসনের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ। বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মো: শহীদুল্লাহ , মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু প্রমুখ। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। আলোচনা সভায় মেজবাহ উদ্দীন ফরহাদ বলেন, আজকে আমাদের শপথ হোক আমরা সন্ত্রাসীদের বয়কট করবো। আজকে আমাদের শপথ হোক আমরা লুটেরাদের সঙ্গ ত্যাগ করবো। আজকে আমাদের শপথ হোক আমরা দখলবাজদের রুখে দাঁড়াবো। আজকে আমাদের শপথ হোক আমরা ভূমিদস্যুদের প্রতিহত করবো। আজকে আমাদের শপথ হোক আমরা চাঁদাবাজদের না বলবো । সন্ত্রাসী, চাঁদাবাজ ও লুটেরাদের ঠাঁই বিএনপিতে হবেনা।