উৎসব ভাতাসহ বিভিন্ন দাবীতে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন উৎসব ভাতাসহ বিভিন্ন দাবীতে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন - ajkerparibartan.com
উৎসব ভাতাসহ বিভিন্ন দাবীতে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন

3:02 pm , March 16, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ গতকাল রোববার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল  আঞ্চলিক শাখার উদ্যোগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ আসন্ন ঈদের পূর্বেই ১০০% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ঊঋঞ সমস্যার দ্রুত সমাধানের দাবীতে টাউনহলের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরণ হালদার।  বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আসাদুল আলম আসাদ, সিনিয়র সহ-সভাপতি  রফিকুল ইসলাম, উপদেষ্টা দাশ গুপ্ত আশীষ কুমার, সহ- সভাপতি ফিরোজ আলম গাজী, সুভাস চন্দ্র সরকার, তুষার কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম ও বরিশাল সদর উপজেলার সম্পাদক ইদ্রিসুর রহমান।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখার উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি সঞ্জয় কুমার খান, দপ্তর সম্পাদক অবিনাশ চন্দ্র রায়।  সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন মল্লিক। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT