2:59 pm , March 16, 2025

বিশেষ প্রতিবেদক ॥ শিশু ধর্ষণের অভিযোগে হাত-পা বেধে যুবককে হত্যার মাত্র ১৯ ঘন্টা পরে বরিশালে এবার চোর সন্দেহে দুই যুবককে হাত-পা বেধে এবং অন্য একজনকে মাটিতে ফেলে পিটিয়ে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১২ টায় বরিশালের বাবুগঞ্জ থানার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিওটি ভাইরাল হওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে পুলিশ নির্যাতনকারীকে ধরতে সক্ষম হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রহমতপুর বাজার সংলগ্ন রয়েল ওয়ার্কশপ থেকে গতকাল রোববার সকালে দুই পিস ইস্পাতের পাত চুরি হয়। স্থানীয় রিংকন ও মিঠু নামে দুই যুবক এই ইস্পাত টুকরো একই এলাকার ভাঙ্গারি ব্যাবসায়ি সাইদুল হাওলাদারের কাছে বিক্রি করে। ওয়ার্কশপের কর্মীরা ভাঙ্গারির দোকান থেকে এগুলো উদ্ধার করে দোকান মালিক সাইদুল সহ ওয়ার্কশপে নিয়ে যায়। সেখানে সাইদুলের কথামতো রিংকন ও মিঠুকে ধরে এনে হাত-পা বেধে প্রকাশ্যে নির্যাতন চালায় ওয়ার্কশপের মালিক আবুল হাসান ও তার কর্মচারীরা।
নির্যাতনের এক পর্যায়ে নির্যাতিত দুজন জানায় যে-চুরির ঘটনায় ভাঙ্গারি ব্যবসায়ি সাইদুল জড়িত। তখন ঐ দুই যুবককে ছেড়ে দিয়ে সাইদুলকে হাতপা বেধে মাটিতে ফেলে বেধরক পেটানো হয়। এঘটনা জানাজানি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওয়ার্কশপ মালিক আবুল হাসানকে আটক করে। তাকে যারা সহায়তা করেছে তাদের ধরতেও পুলিশকে মাঠে নামানো হয়েছে বলে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।