নগরীতে শিশু ধর্ষণ মামলার আসামি গনপিটুনিতে নিহত নগরীতে শিশু ধর্ষণ মামলার আসামি গনপিটুনিতে নিহত - ajkerparibartan.com
নগরীতে শিশু ধর্ষণ মামলার আসামি গনপিটুনিতে নিহত

5:11 pm , March 15, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ধান গবেষনা রোডে গতকাল রাতে গনপিটুনিতে ধর্ষন চেস্টার আসামি সুজন (২৪) নামের এক যুবক গনপিটুনিতে মারা গেছে। বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহনান জানান ভিক্টিম শিশুর মা শিলা বেগম বাদি হয়ে গতকাল দুপুরে বরিশাল কোতয়ালী থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন যে সুজন নামের এক যুবক তার শিশু কন্যাকে চকলেট কিনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষনের চেস্টা করে ব্যর্থ হয়। এ সময় শিশুটি বাসায় এসে পরিবারের সদস্যদের কাছে সব খুলে বলে। পরিবারের সদস্যরা অসুস্থ্য শিশুটিকে শেবাচিম হাসপাতাল (ওসিসি) ভর্তি করেন এবং শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কোতোয়ালী থানা কর্তৃপক্ষ এফ আই আর নং-৩০, তারিখ ১৫-০৩-২০২৫। জি আর ১৫৯/২৯২৫। ধারা ৯ (১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০২০). মামলা হিসেবে দায়ের করেন।
ঘটনার পর পরই সুজন পালিয়ে যায়। গতকাল ইফতারের সময় তাকে এলাকায় দেখা গেলে স্থানীয় লোকজন ধরে গনপিটুনি দেয়। একপর্যায়ে গাছের সাথে বেধে বেধরক মারধর করে এলাকাবাসী। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গতকাল রাত সোয়া ৮ টায় তার মৃত্যু হয়। সুজন নগরীর ধান গবেষনা রোড এলাকার জিয়া নগরের স্টাফ নার্স হাসিনার বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম মনির হোসেন।
নিহতের ছোট ভাই আকাশ হাওলাদার জানান, তার ভাই নেশাগ্রস্থ এবং প্রায়ই বাসায় ঝামেলা করার কারণে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিলো। তার দাবী তার ভাইকে ষড়যন্ত্র করে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT