চরফ্যাসনে ফাঁড়ি থেকে ধর্ষণ মামলার আসামী ছিনতাই ॥ যুবদল নেতা গ্রেফতার চরফ্যাসনে ফাঁড়ি থেকে ধর্ষণ মামলার আসামী ছিনতাই ॥ যুবদল নেতা গ্রেফতার - ajkerparibartan.com
চরফ্যাসনে ফাঁড়ি থেকে ধর্ষণ মামলার আসামী ছিনতাই ॥ যুবদল নেতা গ্রেফতার

4:29 pm , March 15, 2025

চরফ্যাশন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাশনে গণর্ধষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামী কে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী ঢালচর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোক্তার ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শুক্রবার থানায় সোপর্দ করে। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এরশাদুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, ২০২৪ সালের ৬ মার্চ দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭ নম্বর ওয়ার্ডের  মেঘনা নদীর তীরে এক তরুণীকে সংঘবদ্ধ র্ধষণ করে ৫ জন ব্যক্তি। এদের মধ্যে শরীফ তার ফোনে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ধারন করে। ভিডিওটি এক বছর পর শরীফের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে তা ভাইরাল হয়। এঘটনায় ২৫ ফেব্রুয়ারী ভিক্টিম বাদি হয়ে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ঢালচর তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ধর্ষণ মামলার ০৩ নং আসামী ইসমাঈল (২২) কে গ্রেফতার করে। এই খবর ছড়িয়ে পড়ার পর ঢালচর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলম, সহসভাপতি মোক্তার ফরাজি, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফেরদৌস, জিয়া পরিষদের সভাপতি মামুনের নেতৃত্বে শতাধিক কর্মী-সমর্থক বিক্ষোভ-মিছিল করে তদন্ত কেন্দ্রে ঢুকে পড়েন এবং পুলিশের ওপর হামলা করে ধর্ষণ মামলার আসামী ইসমাঈলকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ হেফাজত থেকে আসামী ছিনতাইয়ের  ঘটনায় তদন্তকেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন বাদি হয়ে ২৭ ফেব্রুয়ারী মামলা দায়ের করেন। দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, গত বৃহস্পতিবার (১৩মার্চ) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে যুবদল নেতা মোক্তার ফরাজী গ্রেফতার হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT