ঝালকাঠিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত ঝালকাঠিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত - ajkerparibartan.com
ঝালকাঠিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

4:47 pm , March 14, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার গায়েবানা জানাজা ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ, সদস্য সচিব রাইয়ান বিন কামাল, যুগ্ম সদস্য সচিব ইয়াসিন ফেরদৌস ইফতিসহ অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জানাজায় অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, যাতে কেউ আর এ ধরনের অপকর্ম করার সাহস না পায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT