যারা চর দখলে জড়িত, নির্বাচিত সরকার এসে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে : ফরহাদ যারা চর দখলে জড়িত, নির্বাচিত সরকার এসে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে : ফরহাদ - ajkerparibartan.com
যারা চর দখলে জড়িত, নির্বাচিত সরকার এসে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে : ফরহাদ

4:45 pm , March 14, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে শুক্রবার মেহেন্দীগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। লেঙ্গুটিয়া জামে মাসজিদ ঈদগাহ মায়দানে ৮ নং চরগোপালপুর, ৯ নং জাঙ্গালিয়া ১০ নং আলিমাবাদ এবং ১৪ নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। সভাপতিত্ব করেন মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু। আলোচনা সভায় মেজবাহ উদ্দীন ফরহাদ বলেন, বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে আপামর জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভ্যানগার্ড হিসেবে কাজ করবে । হিজলা-মেহেন্দিগঞ্জে লুটতরাজ, সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে যারা দলের বদনাম করছে তাদের কে কোন প্রকার ছাড় দেবেনা নির্যাতিত নিপীড়িত মানুষ । যারা ভূমিদস্যুতার মাধ্যমে চর দখলে জড়িত , নির্বাচিত সরকার এসে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে । মাছঘাট , ট্রলারঘাট , বাজারঘাট অবৈধভাবে দখলে জড়িতরা বিএনপির কেউ না ।
চরগোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবির টিপুর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলম ভূঁইয়া , আলিমাবাদ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বেলাল মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোসলেম মেম্বার, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল মোল্লা, জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন, ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদলের নেতা গোলাম কিবরিয়া, চরগোপালপুর যুবদলের নেতা মাহফুজুর রহমান নকীব, ছাত্রনেতা তারেক আজীজ, ৮ নং চরগোপালপুর ইউনিয়ন যুবদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। এর আগে দুপুরে বাদ জুম্মা বরিশাল থেকে স্পীডবোটে মেহেন্দীগঞ্জ পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হন জেলা উত্তর বিএনপির সাবেক কান্ডারী অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ । এতে আরো বক্তব্য রাখেন মেহেন্দীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়া উদ্দিন সুজন, মেহেন্দীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আমজাদ পোদ্দার , বরিশাল জেলা উত্তর কৃষকদলের আহবায়ক ননী মোহাম্মদ জামাল হোসেন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT