5:33 pm , March 13, 2025

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ বিএনপি’র কেন্দ্রীয় নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু বলেছেন ৫ আগষ্টের পর কতিপয় নেতাকর্মীরা নানা ধরনের অনৈতিক র্কমকান্ডে জড়িয়ে দলের ভাবর্মূতি নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। ব্যাক্তির অপর্কমের দায় দল নিবে না। তিনি ১৩ মার্চ বৃহস্পতিবার এক লিখিত বার্তায় বলেন, প্রিয় নেতাকর্মী আপনারা সবাই অবগত আছেন যে আমি বেশকিছু দিন যাবৎ শাররিীকভাবে অসুস্থ। যে কারণে গত ২৭ ফেব্রুয়ারী ঢাকায় দলীয় কাউন্সিল শেষ করে ২৮ ফেব্রুয়ারী সকালে চিকিৎসার জন্য মালয়েশিয়া চলে আসি। গত ২ মার্চ হাসপাতালে র্ভতি হয়ে বিভিন্ন টেস্ট করার পরে জানতে পারি আমার নিউমোনিয়া হয়েছে। আমি বর্তমানে হাসপাতালে আছি। এমতাবস্থায়, আপনাদের সকলের জন্য আমার একটি বিশেষ বক্তব্য হলো – আমি বারবার আপনাদরে সর্তক করার পরেও বিভিন্ন সূত্র থেকে যে সকল খবর পাচ্ছি তার উপর ভিত্তি করে এই শেষ বাররে মতো আপনাদরেকে একটা অনুরোধ করতে চাই। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরে আপনারা যারা ভাবছনে আপনারা ক্ষমতায় .. যা ইচ্ছা তাই করছেন.. এবং করবেন .. তাদের অনেকের নামের তালিকা ইতোমধ্যে বর্তমান সরকারের কাছে পৌঁছে গেছে । আমাকে পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন মহল জানিয়েছেন আপনাদের নামের তালিকার কথা। আমি বারবার আপনাদের সবাইকে বলেছি এবং বুঝানোর চেষ্টা করেছি। আপনাদের মধ্যে এখনো হয়তো গুটি কয়েক নেতার্কমী আছেন। যারা অবৈধ কার্যকলাপের সাথে জড়িত, তারা যদি এখনো নিজেদেরকে শোধরাতে না পারলে আর অবৈধ চাঁদাবাজি দখল বাজী এসব কিছু বন্ধ না করেন তাহলে আগামীতে তাদের বিপদ অবধারিত এবং সে ক্ষেত্রে আমি তাদের কোন প্রকার সাহায্য সহযোগিতা করতে পারবো না বরং দলের হাই কমান্ডকে সাথে নিয়ে দলীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। নেতাকর্মীদের তিনি আরো বলেন দলের ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক রাজনীতি করেন তা না পারলে রাজনীতি ছেড়ে দিয়ে ঘরে উঠুন। দলকে কলুষিত করবেন না। অতএব, আমি আশা করি এবং অনুরোধ করে বলছি – আগামী জাতীয় নির্বাচন হবে অনেক কঠিন তাই আপনারা আমার হাতে হাত মিলিয়ে বরিশাল -২ আসনে উজিরপুর ও বানারীপাড়া উপজেলা বিএনপি’র সকল স্থরের নেতাকর্মীরা কাজ করবেন।সাধারণ মানুষের মন জয় করুন। সাধারণ মানুষের পাশে দাঁড়ান। দলের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। দলের কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলুন। বিভেদ ভুলে দলের মধ্যে কঠিন ঐক্য গড়ে তুলুন। ভালো ভালো কাজ করে দলের ভাবর্মূতি উজ্জ্বল করুন।