সাংবাদিকদের সম্মানে রহমাতুল্লাহর ইফতার সাংবাদিকদের সম্মানে রহমাতুল্লাহর ইফতার - ajkerparibartan.com
সাংবাদিকদের সম্মানে রহমাতুল্লাহর ইফতার

5:30 pm , March 13, 2025

পরিবর্তন ডেস্ক ॥ বরিশালের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল সদর উপজেলা শাখার ১নং সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে নগরীর সদর রোডস্থ হোটেল কিং ফিশারে এই ইফতারির আয়োজন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আবু নাসের রহমাতুল্লাহ বলেন, শেখ মুজিব তার সময়ে সাংবাদিকদের কন্ঠ চেপে ধরেছিল। তার ঘড়ানার ৪ টি পত্রিকা বাদে সব বন্ধ করে দিয়েছিল। স্বাধীনতা হরণ করেছিল। সে সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকদের অধিকার রক্ষা করেছেন। পরবর্তীতে গত ১৫ বছর একই কার্যক্রম করেছে স্বৈরাচারী তার কন্যা শেখ হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে অনেক সাংবাদিককে নানা ভাবে হয়রানী করেছে। গুম ও খুন করেছেন। কঠিন সব আইনের ধারা দিয়ে অনেক সাংবাদিকদকে কারাবরণও করতে হয়েছে। বিগত ১৫ বছর সাংবাদিকদের নিয়ে ইফতার করতে চেয়েছিলাম, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে এ বছর তা সম্পন্ন করতে পেরেছি।
তিনি আরও বলেন, যেই সমাজে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না, সেই সমাজকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না। গণমাধ্যমকর্মী সকল মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতা কর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজ নেয়া। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আজকের তালাশ পত্রিকা দেশের গণতন্ত্র রক্ষার্থে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রবীণ সাংবাদিক নুরুল আলম ফরিদ, সমকাল পত্রিকার ব্যুরো প্রধান সুমন চৌধুরী, অপুর্ব অপু সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT