3:12 pm , March 12, 2025
কাঠালিয়া প্রতিবেদক ॥ কাঠালিয়ায় ভিমরুলের কামড়ে মাজেদ হাওলাদার(৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাজেদ হাওলাদার কচুয়া গ্রামের মৃত পনু হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে বাড়ীর পাশের বাগানে মৌচাক থেকে মধু সংগ্রহের উদ্দেশ্যে গেলে মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে মাজেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
