হিজলায় বড় ভাইকে পিটিয়ে আহত করলো ছোট ভাই হিজলায় বড় ভাইকে পিটিয়ে আহত করলো ছোট ভাই - ajkerparibartan.com
হিজলায় বড় ভাইকে পিটিয়ে আহত করলো ছোট ভাই

3:10 pm , March 12, 2025

মুলাদী প্রতিবেদক ॥ হিজলায় তুচ্ছ ঘটনায় বড় ভাইকে পিটিয়ে আহত করেছে ছোট ভাই ও তার স্বজনরা। গাছের ডালপালা কাটাকে কেন্দ্র কের হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চরপত্তনীভাঙা গ্রামের মৃত হোসেন দর্জির ছেলে শহিদুল ইসলাম খোকন তার বড়ভাই হারুন দর্জিকে পিটিয়ে হাসপাতালে পাঠায়। শহিদুল ইসলাম খোকন মুলাদী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের হিসাব সহকারী। গত ৮মার্চ বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে হারুন দর্জির ছেলে আসলাম দর্জি বাদী হয়ে হিজলা থানায় ৩জনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার বাদী জানান, দীর্ঘদিন ধরে তার চাচা শহিদুল ইসলাম খোকনের সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছে। গত ৮ মার্চ দুপুরে তার বাবা হারুন দর্জি নিজেদের বাগানে গাছের ডালপালা কাটতে ছিলো। ওই সময় শহিদুল ইসলাম গাছটি তাদের দাবি করে ডাল কাটতে বাঁধা দেন। এনিয়ে দুজনের মধ্য কথার কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল ইসলাম, তার স্ত্রী কামরুন্নাহার কোহিনূর, ছেলে কামরুল ইসলাম শুভ হামলা করে। তারা হারুন দর্জিকে পিটিয়ে মাটিতে ফেলে বুকের ওপর ওঠে পদদলিত করে।
পরে আহতের ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে হারুন দর্জির অবস্থার অবনতি হলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে এবং পরে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ ব্যাপারে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ছোট ভাইয়ের হাতে বড়ভাই আহতের ঘটনায় মামলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT