বরিশাল থেকে তিনদিন ধরে নিখোঁজ অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাশেদ বরিশাল থেকে তিনদিন ধরে নিখোঁজ অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাশেদ - ajkerparibartan.com
বরিশাল থেকে তিনদিন ধরে নিখোঁজ অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাশেদ

3:04 pm , March 12, 2025

নিজস্ব প্রতিবেদক ॥  তিনদিন ধরে খোঁজ নেই বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম রাশেদের। তিনি ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি। গত ৯ মার্চ দুপুর থেকে রাশেদ নিখোঁজ বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রবিবার দুপুর ২টার দিকে নগরীর শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রাশেদ। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি গা-ঢাকা দিয়েছেন।
জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা আন্দোলনকারীকে কয়েক রাউন্ড গুলি করে পুলিশ। ওই ঘটনায় রামপুরা থানায় হওয়া মামলার আসামি  রাশেদ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার শরফুদ্দিন আহমেদ বলেন, ‘গত তিনদিন ধরে অফিসে আসছেন না এডিসি রাশেদ। এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন রাশেদ। গত ৯ মার্চ গা-ঢাকা দেওয়ার পর জানতে পারি তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের ঘটনায় ঢাকার রামপুরা থানায় মামলা রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘রাশেদ পালিয়েছেন কিনা জানি না। তবে গত তিনদিন ধরে তার কোনো খোঁজ নেই।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি আমি পুলিশ হেড কোয়ার্টারে জানিয়েছি। তাছাড়া রাশেদের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থানের ঘটনায় ঢাকার রামপুরা থানায় মামলা রয়েছে, সেটা জেনেছি তিনি নিখোঁজ হওয়ার পরে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT