3:03 pm , March 12, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকায় মসজিদের ভিতর আপন দুইভাই ও তাদের চাচাতো ভাইকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ১নম্বর আসামী হোসেন সরদার ওই এলাকার মৃত আছমত আলী সরদারের ছেলে এবং এজাহার নামীয় আসামী সুমন সরদার হাছেন সরদারের ছেলে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে লে. কর্ণেল নিস্তার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ঢাকার আশুলিয়ার কাঠালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কাঠালতলা জামে মসজিদ থেকে মামলার প্রধান আসামী হোসেন সরদারকে গ্রেফতার করা হয়। একই সময় র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প সদস্যরা শরীয়তপুরের আরিগাঁও এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী সুমন সরদারকে গ্রেফতার করে। দু’জনকেই মাদারীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি টেকেরহাট এলাকার মোল্লাবাড়ি ও সরদার বাড়ির মাঝামাঝি এলাকায় বালু তোলা নিয়ে দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে শনিবার সকালে মোল্লা বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সরদার বাড়িতে হামলা চালায়। হামলা থেকে বাঁচতে নিহতরা বাড়ির সামনের মসজিদে আশ্রয় নেন। হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে তিন ভাইকে কুপিয়ে হত্যা করে। পরে হামলাকারীরা নিহত দুই ভাই আতাউর ও সাইফুলের বসতঘর ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে পালিয়ে যায়। হত্যার ঘটনায় নিহত সাইফুলের মা সুফিয়া বেগম বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এতে ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় হোসেন সরদারকে প্রধান আসামি, মতিউর রহমান সরদারকে ২ নম্বর আসামি ও শাহজাহান খানকে ৯ নম্বর আসামি করা হয়। এ ঘটনায় এরআগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন-সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকার মতিউর রহমান সরদারের স্ত্রী কুলসুম বেগম, মৃত পানু ব্যাপারীর ছেলে সুজন মাহমুদ ও গনি ব্যাপারীর ছেলে রুবেল ব্যাপারী।