চেক নিয়ে প্রতারণা ও হত্যার হুমকি বাকেরগঞ্জের সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা চেক নিয়ে প্রতারণা ও হত্যার হুমকি বাকেরগঞ্জের সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
চেক নিয়ে প্রতারণা ও হত্যার হুমকি বাকেরগঞ্জের সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

4:47 pm , March 11, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ চেক নিয়ে প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে বাকেরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্যাট আদালতে ওই মামলা করা হয়। বিচারক হাবিবুর রহমান চৌধুরী মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য বাকেরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী হলেন-বাকেরগঞ্জের ভরপাশা এলাকার বাসিন্দা সৈয়দ আরিফুর রহমান চুন্নু। বিবাদী বাকেরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, বাদী ও বিবাদী যৌথভাবে ঠিকাদারী করতো। লভ্যাংশ ভাগ-বাটোয়ার করতো। যৌথ ঠিকাদারীর ব্যবসার চেক দেয়া নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়। এর জেরে নগরীর একটি খাবার হোটেলে বিষয়টি নিয়ে বৈঠক হয়। তখন পাওনা টাকার চেক সাবেক কাউন্সিলরের কাছে দাবি করে। ওই চেক না দিয়ে কাউন্সিলর তাকে হত্যার হুমকি দেয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT