স্বরূপকাঠিতে তরমুজের দাম ধরা ছোয়ার বাইরে স্বরূপকাঠিতে তরমুজের দাম ধরা ছোয়ার বাইরে - ajkerparibartan.com
স্বরূপকাঠিতে তরমুজের দাম ধরা ছোয়ার বাইরে

4:13 pm , March 11, 2025

গৌতম কুমার, স্বরূপকাঠি প্রতিবেদক ॥ নেছারাবাদে (স্বরূপকাঠি) রমজান উপলক্ষে ক্রেতাদের নাগালের বাইরে তরমুজের দাম। সারাদিনের রোজা শেষে ইফতারে এক টুকরা তরমুজ যেন ওষ্ঠাগত প্রাণে এক চুমুক প্রশান্তি। কিন্তু সেই প্রশান্তি আর পাচ্ছে কজন। রমজানের বাজারে তরমুজে ভরপুর। কেটে রাখা তরমুজের লাল টকটকে পিস চোখে পড়লেই জিবে জল চলে আসে। কিন্তু সেই তরমুজের গায়ে হাত দেয়া যাচ্ছে না। তরমুজের ভিতরে যেমন লাল, দামেও বলা যায় আগুন ।
খুচরায় দুই/আড়াই কেজি ওজনের একেকটি তরমুজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। তিন/সাড়ে তিন কেজি ওজনের তরমুজের দাম ৩০০-৩৫০ টাকা। ৭-৮ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে সাড়ে ৫০০-৬০০ টাকায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT