4:12 pm , March 11, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ লালমোহন পৌরসভার ৬ নং ওয়ার্ডে এর কামারপট্টি এলাকায় সিরাজ পঞ্চায়েতের ভোগ দখলকৃত রেকর্ডীয় বাজারের ভিটাসহ ঘর জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রতিপক্ষ ১১ নং ওয়ার্ডের আব্দুল আলী বকশীর ছেলে মোকলেছুর রহমান। ভুক্তভোগী সিরাজ পঞ্চায়েত অভিযোগ করে বলেন, ৪০ বছর ধরে তিনি এখানে ব্যবসা করছেন। তার ভোগ দখলীয় বাজারের দোকানঘর জোরপূর্বক দখল করেছে প্রতিপক্ষ মোকলেছুর রহমান বকশী। এছাড়া একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। বাজারের দোকান ঘর দখল করে ভেঙ্গে পাকাঘর নির্মান করছে প্রতিপক্ষ মোকলেছুর রহমান।
এ ঘটনায় সিরাজ পঞ্চায়েত বাদী হয়ে লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন
লালমোহন থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।