4:40 pm , March 10, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা নারীর প্রতি সকল ধরনের সহিংসতা, নিপীড়ন বন্ধ করে সমতা ও ক্ষমতায়ন প্রতিষ্ঠার অঙ্গিকার করা হয়েছে। গতকাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা এএলআরডি এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপিকা টুনু রাণী কর্মকার। অধিকার, সমতা ও ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন এএলআরডির কর্মসূচি সংগঠক রফিকুল ইসলাম। আলোচনা করেন রান এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, প্রবীন সামাজিক নেতা সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন, সুজন সভাপতি মোতালেব হাওলাদার, এডাব নেতা কাজী জাহাঙ্গীর কবির, দীপু সামসুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, মহিলা পরিষদের জেলা সভাপতি পুষ্প রাণী চক্রবর্তী, সাংবাদিক স্বপন খন্দকার, সৈয়দ মেহেদী হাসান, সুমাইয়া জিসান প্রমুখ। সভা পরিচালনা করেন রনজিৎ দত্ত।