4:34 pm , March 10, 2025

পরিবর্তন ডেস্ক ॥ বিশেষজ্ঞ চিকিৎসক, গেস্ট কনসালটেন্ট, মেডিকেল অফিসার সহ প্রায় শতাধিক চিকিৎসককে নিয়ে ইফতার মাহফিল করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল। ৯ মার্চ রোববার বিকেলে নগরীর সদর রোডস্থ একটি অভিজাত রেস্তোরায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজ সেবক অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মু. বাবর। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতালের স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আঃ কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাসপাতালের সাবেক প্রশাসনিক ইনচার্জ খন্দকার আল আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও বৃন্দ, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আব্দুল রাজ্জাক, ইকবাল হোসেন, হিসাব বিভাগের ইনচার্জ মামুন হাওলাদার, মার্কেটিং অফিসার জাকির হোসেন, আনিছুর রহমান সহ বিভিন্ন বিভাগের ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জহির উদ্দিন বাবর চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক দারিদ্রমুক্ত সমাজ গড়তে হলে সামর্থবানদের অবশ্যই যথাযথভাবে যাকাত আদায় করতে হবে। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ বলেন, সুরা বাকারার ১৮৬ নং আয়াতে বলা হয়েছে, মহান আল্লাহ তায়ালা বান্দার আহ্বান একবারমাত্র পাওয়ার জন্যই বান্দার খুব কাছে অবস্থান করেন এবং কোন মাধ্যম ছাড়াই সরাসরি বান্দার আহ্বান শোনেন ও কবুল করেন। বিনিময়ে আল্লাহ চান বান্দাও তাকে স্মরণ করুক তা যত বিলম্বেই হোক। আল্লাহ যখন সাড়া দিবেন তা সঙ্গে সঙ্গেই দিবেন, কিন্তু বান্দার জন্য আল্লহর নির্দেশে সাড়া দেয়া বান্দার মর্জির উপর ছেড়ে দিয়েছেন।